ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৫৬
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৬) আম্মার ইবন ইয়াসির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নাপাক ব্যক্তির জন্য অনুমতি দিয়েছেন যে, সে পানাহার বা ঘুমানোর ইচ্ছা করলে সালাতের ওযুর মতো ওযু করবে।
عن عمار رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رخص للجنب إذا أراد أن يأكل أو يشرب أو ينام أن يتوضأ وضوءه للصلاة.
