ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৫৩
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নাপাক অবস্থায় ঘুমানোর ইচ্ছা করলে তাঁর যৌনাঙ্গ ধৌত করতেন এবং সালাতের ওযুর মতো ওযু করতেন। (বুখারি ও মুসলিম)।
عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن ينام وهو جنب غسل فرجه وتوضأ للصلاة.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৩ | মুসলিম বাংলা