ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৫২
দুইবার দৈহিক মিলনের মাঝে গোসল করা মুসতাহাব
(১৫২) আবু রাফি'রা. বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের নিকট গমন করেন। তিনি প্রত্যেকের নিকট গোসল করছিলেন । আমি বললাম, হে আল্লাহর রাসূল, সবগুলো একত্রে একবার গোসল করলে হত না? তিনি বলেন, এভাবে উত্তম, পরিচ্ছন্নতর ও পবিত্রতর।
عن أبي رافع رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم طاف ذات يوم على نسائه يغتسل عند هذه وعند هذه قال: قلت له يا رسول الله ألا تجعله غسلا واحدا؟ قال هذا أزكى وأطيب وأطهر.
