ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৫১
দুইবার দৈহিক মিলনের মাঝে গোসল করা মুসতাহাব
(১৫১) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের সাথে মিলিত হয়ে একবার মাত্র গোসল করতেন। (মুসলিম)।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يطوف على نسائه يغسل واحد
