ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৫৪
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন নাপাক হতেন অতঃপর ঘুমানোর ইচ্ছা করলে ওযু করতেন অথবা তায়াম্মুম করতেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم: إذا أجنب فأراد أن ينام توضأ أو تيمم
