ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৩৫
গোসলের বিবরণ
(১৩৫) মাইমুনা বিনতু হারিস রা. রাসূলুল্লাহ (ﷺ) এর গোসলের বিবরণের মধ্যে বলেন, ...এরপর তিনি ডানহাত দিয়ে বামহাতে পানি ঢালেন এবং তাঁর যৌনাঙ্গ ধৌত করেন। এরপর তাঁর হাত মাটিতে বা দেওয়ালে ডলে ধৌত করেন।... হাদীসের শেষে তিনি বলেন, অতঃপর আমি তাঁকে (শরীর মোছার জন্য* রুমাল বা গামছা জাতীয়) এক টুকরো কাপড় প্রদান করি। তখন তিনি হাত দিয়ে ইশারা করে জানান যে, তিনি তা চান না।
عن ميمونة بنت الحارث رضي الله عنها قالت: ...ثم أفرغ بيمينه على شماله فغسل فرجه ثم ذلك يده بالأرض أو بالحائط. وفي آخره:
فناولته خرقة فقال بيده هكذا ولم يردها.
فناولته خرقة فقال بيده هكذا ولم يردها.
