ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৩৪
গোসলের বিবরণ
(১৩৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন জানাবাত (যৌনতা উদ্ভূত অপবিত্রতা অবস্থা) থেকে গোসল করতেন তখন তিনি প্রথমে তাঁর দুইহাত ধৌত করতেন। এরপর ডানহাতে বাম হাতের উপর পানি ঢেলে নিজের যৌনাঙ্গ ধৌত করতেন। এরপর সালাতের ওযুর ন্যায় ওযু করতেন। এরপর পানি নিয়ে তাঁর আঙ্গুলগুলো তাঁর চুলের গোড়ার মধ্যে ঢুকিয়ে দিতেন। যখন তিনি বুঝতেন যে, চুলের গোড়ায় আর্দ্রতা পৌঁছে গিয়েছে তখন তিনি দুইহাতে আঁজলা ভরে মাথায় তিনবার পানি নিতেন। এরপর তাঁর সমস্ত দেহের উপর পানি ঢেলে দিতেন । এরপর তিনি তাঁর দুই পা ধৌত করতেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة يبدأ فيغسل يديه ثم يفرغ بيمينه على شماله فيغسل فرجه ثم يتوضأ وضوءه للصلاة ثم يأخذ الماء فيدخل أصابعه في أصول الشعر حتّى إذا رأى أن قد استبرأ خفن على رأسه ثلاث حفنات ثم أفاض على سائر جسده ثم غسل رجليه.
