ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৩৬
গোসলের বিবরণ
(১৩৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর একটি কাপড়ের টুকরা বা রুমাল ছিল, যা দিয়ে তিনি ওযুর পরে (আদ্র অঙ্গগুলোর) পানি মুছতেন।
عن عائشة رضي الله عنها قالت: أن النبي صلى الله عليه وسلم كان له خرقة ينشف بها بعد الوضوء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান