ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১০৭
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৭) আনাস রা. বলেন, একব্যক্তি ওযু করে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে। তার পায়ে নখ-পরিমাণ স্থান অধৌত ছিল । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি ফিরে যাও এবং সুন্দররূপে ওযু করো ।
عن أنس بن مالك أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم وقد توضأ وترك على قدمه مثل موضع الظفر فقال له رسول الله صلى
الله عليه وسلم: إرجع فأحسن وضوءك.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৭ | মুসলিম বাংলা