ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১০৬
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৬) একজন সাহাবি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দেখেন যে, একব্যক্তি সালাত আদায় করছে, কিন্তু তার পায়ের পিঠে এক দিরহাম পরিমাণ স্থান অধৌত শুষ্ক রয়েছে, যেখানে পানি পৌঁছে নি। তখন তিনি তাকে পুনরায় ওযু করার নির্দেশ প্রদান করেন।
عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا يصلي وفي ظهر قدمه لمعة قدر الدرهم لم يصبها الماء فأمره رسول الله صلى الله عليه وسلم أن يعيد الوضوء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৬ | মুসলিম বাংলা