ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০৫
 পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৫) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বর্ণনা করেছেন, গোসলের সময়ে ভুলক্রমে যদি কারো কোনো অঙ্গ শুষ্ক বা অধৌত থাকে তাহলে তার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সে উক্ত না-ধোয়া স্থানটুকু ধৌত করবে এবং এরপর সালাত আদায় করবে।
كتاب الطهارة
عن ابن مسعود رضي الله عنه مرفوعا في الذي يخطئ يضع جسده الماء في الغسل: يغسل ذلك المكان ثم يصلي