ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০৪
 পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৪) আনাস ইবন মালিক রা. উমার রা.র ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনায় বলেন, যখন উমার রা. তার বোন ফাতিমা রা.র কাছে পাঠের উদ্দেশ্যে কুরআন চাইলেন তখন তিনি বলেন, আপনি অপবিত্র । কাজেই আপনি উঠে যান এবং গোসল করুন বা ওযু করুন।
كتاب الطهارة
عن أنس بن مالك رضي الله عنه في قصة إسلام عمر رضي الله عنه قالت له أخته لما طالب منها القرآن ليقرأ قبل أن يسلم: إنك رجس
فقم فاغتسل أو توضأ.
فقم فاغتسل أو توضأ.