ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০৩
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৩) বুসর ইবন সায়ীদ উসমান ইবন আফফান রা.র ওযুর বিবরণে বলেন, অতঃপর তিনি তার মুখমণ্ডল তিনবার, দুইহাত তিনবার তিনবার ও দুইপা তিনবার তিনবার করে ধৌত করেন। অতঃপর তিনি মাথা মাসাহ করেন । এরপর বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এভাবে ওযু করতে দেখেছি।
عن بشر بن سعيد في وضوء عثمان رضي الله عنه: ثم غسل وجهه ثلاثا ويديه ثلاثا ثلاثا ورجليه ثلاثا ثلاثا ثم مسح برأسه ثم قال: رأيت
رسول الله صلى الله عليه وسلم يتوضأ هكذا
رسول الله صلى الله عليه وسلم يتوضأ هكذا
