ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১০২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০২) আলী রা. বলেন, আমি যদি পূর্ণরূপে ওযু করি, তাহলে আমি আমার কোন অঙ্গ দিয়ে ওযু শুরু করলাম তা নিয়ে কোনো পরোয়া করি না।
كتاب الطهارة
عن علي رضي الله عنه: ما أبالي إذا أتممت وضوئي بأي أعضائي بدأت .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০২ | মুসলিম বাংলা