ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০১
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০১) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) (সাফা ও মারওয়ার মাঝে সাঈর সময়) বলেন, আল্লাহ যে পাহাড়ের নাম আগে বলেছেন সেই পাহাড় থেকে আমি সাঈ শুরু করছি।
عن جابر رضي الله عنه في صفة الحج مرفوعا: أبدأ بما بدأ الله به
