ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০৮
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৮) উমার* রা. থেকে বর্ণিত, তিনি একজনকে দেখতে পান যে, তার পায়ে নখ-পরিমাণ স্থান অধৌত রয়েছে তখন তিনি তাকে বলেন, তুমি ফিরে যাও এবং সুন্দররূপে ওযু করো। (মুসলিম)।
عن عمر رضي الله عنه موقوفا مثله: إرجع فأحسن وضوءك
