ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৯০
মাথা মাসাহ করার পদ্ধতি
(৯০) আব্দুল্লাহ ইবন যাইদ রা. রাসূলুল্লাহ (ﷺ) এর ওযুর অন্য বিবরণে বলেন, তিনি মাথার সম্মুখভাগ থেকে মাসাহ শুরু করে হাত দুইটি তাঁর মাথার পিছনভাগ পর্যন্ত নিয়ে যান। এরপর আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই তিনি হাত দুইটি ফিরিয়ে আনেন । এরপর তাঁর দুইপা ধৌত করেন। (মুসলিম)।
عن عبد الله بن زيد رضي الله عنه في صفة وضوئه صلى الله عليه وسلم: بدأ بمقدم رأسه ثم ذهب بهما إلى قفاه ثم ردهما حتى رجع إلى المكان الذي بدأ منه وغسل رجليه.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ৯০ | মুসলিম বাংলা