ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮৯
মাথা মাসাহ করার পদ্ধতি
(৮৯) আব্দুল্লাহ ইবন যাইদ রা. রাসূলুল্লাহ (ﷺ) এর ওযুর বিবরণের মধ্যে বলেন, অতঃপর তিনি তাঁর মাথা মাসাহ করলেন । তখন তিনি তাঁর দুইহাত সামনে নিয়ে আসলেন এবং পিছনে নিয়ে গেলেন। (বুখারি ও মুসলিম) ।
عن عبد الله بن زيد رضي الله عنه في صفة وضوئه صلى الله عليه وسلم: فمسح برأسه فأقبل بيديه وأدبر بهما.
