ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৯১
কান মাসাহ করার বিবরণ
(৯১) ইবন আব্বাস রা. রাসূলুল্লাহ (ﷺ) এর ওযুর বিবরণ দিয়ে বলেন, এরপর তিনি হাতের তালুতে পানি নেন এবং তাঁর মাথা ও দুইকান মাসাহ করেন । তিনি তাঁর দুই শাহাদত আঙ্গুলি দ্বারা কানের ভেতরে এবং দুই বৃদ্ধাঙ্গুলি কানের বাহির থেকে ঘুরিয়ে আনেন। এভাবে তিনি কানের ভেতর ও বাহির মাসাহ করেন।
عن ابن عباس رضي الله عنه في صفة وضوئه صلى الله عليه وسلم: ثم غرف غرفة فمسح برأسه وأذنيه داخلهما بالسبابتين وخالف بإبهاميه
إلى ظاهر أذنيه فمسح ظاهرها وباطنهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৯১ | মুসলিম বাংলা