ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৬০
আলিমগণের (জ্ঞানীগণের) মর্যাদা
(৬০) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আলিমগণ (জ্ঞানীগণ) নবীগণের স্থলাভিষিক্ত। (বাযযার। এই বর্ণনার সনদের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য)।
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: العلماء خلفاء الانبياء
