ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৬১
ফকীহগণের (Jurists: শাস্ত্রবিদ) মর্যাদা
(৬১) মুআবিয়া রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বিষয়ে ফিক্হ বা প্রজ্ঞা প্রদান করেন । আর আমি তো শুধুমাত্র বণ্টনকারী এবং আল্লাহই প্রদান করেন । এই উম্মাত আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকবেই আল্লাহর নির্দেশ (কিয়ামত) আগমন পর্যন্ত । এদের বিরোধিতাকারীগণ এদের ক্ষতি করতে পারবে না।
عن معاوية رضي الله عنه يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله
