ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ২২
হাদীস প্রচারের গুরুত্ব ও রাসূলুল্লাহ (ﷺ) এর নামে মিথ্যা বলার অবৈধতা
(২২) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ উজ্জ্বল করুন সেই ব্যক্তির মুখ যে আমাদের কোনো কিছু শ্রবণ করে এবং অবিকল যেভাবে শুনেছে সেভাবেই তা প্রচার করে।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: نضر الله امرأ سمع منا شيئا فبلغه كما سمع.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২ | মুসলিম বাংলা