ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ২৩
হাদীস প্রচারের গুরুত্ব ও রাসূলুল্লাহ (ﷺ) এর নামে মিথ্যা বলার অবৈধতা
(২৩) যাইদ ইবন সাবিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ উজ্জ্বল করুন সেই ব্যক্তির মুখ, যে আমাদের কোনো হাদীস শ্রবণ করে, মুখস্থ করে এবং তারপর অন্যের কাছে তা প্রচার করে।
عن زيد بن ثابت رضي الله عنه مرفوعا: نضر الله امرأ سمع منا حديثا فحفظه حتى يبلغه غيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩ | মুসলিম বাংলা