ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ২১
হাদীস প্রচারের গুরুত্ব ও রাসূলুল্লাহ (ﷺ) এর নামে মিথ্যা বলার অবৈধতা
(২১) আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা প্রচার করো। তোমরা বনী ইসরাঈল থেকে বর্ণনা করতে পার, এতে অসুবিধা নেই । যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে তার আবাসস্থল হবে জাহান্নাম।
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده
من النّار.
من النّار.
