ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ২০
মনগড়া তাফসীরের অবৈধতা
(২০) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কুরআনের মধ্যে নিজ মত অনুযায়ী কথা বলবে, জাহান্নাম তার আবাসস্থল হবে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من قال في القرآن برأيه
فليتبوأ مقعده من النار.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০ | মুসলিম বাংলা