ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ১৭
ইসলামের মূল উৎসসমূহের ক্রম ও পরম্পরা
(১৭) উবাইদুল্লাহ ইবন আবু ইয়াযীদ থেকে বর্ণিত, ইবন আব্বাস রা. যখন কোনো বিষয়ে জিজ্ঞাসিত হতেন তা আল্লাহর কিতাবে থাকলে তিনি সে অনুযায়ী ফায়সালা দিতেন। আল্লাহর কিতাবে না পেলে, আল্লাহর রাসূল (ﷺ) এর সুন্নতে থাকলে সে অনুযায়ী ফায়সালা দিতেন । সেখানে না পেলে, যদি আবু বাকর রা. অথবা উমার রা. থেকে পেতেন সে অনুযায়ী ফায়সালা দিতেন। অন্যথায় ইজতিহাদ করতেন।
عن عبيد الله بن أبي يزيد: إذا سئل ابن عباس عن الشيء فإن كان في كتاب الله قال به وإن لم يجد وكان في سنة رسول الله صلى الله عليه وسلم قال به فإن لم يجد وكان عن أبي بكر أو عمر قال به فإن لم يجد اجتهد رأيه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭ | মুসলিম বাংলা