ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ১৮
ইসলামের মূল উৎসসমূহের ক্রম ও পরম্পরা
(১৮) বিচারপতি শুরাইহ থেকে বর্ণিত, উমার ইবনুল খাত্তাব রা. তার নিকট প্রেরিত চিঠিতে লেখেন, তোমার কাছে যদি এমন বিষয় আসে যা আল্লাহর কিতাবে বিদ্যমান তবে সে অনুযায়ী ফায়সালা করবে; লোকেরা যেন তোমাকে তা থেকে ফিরিয়ে না রাখে। যদি এমন বিষয় তোমার নিকট আসে যা আল্লাহর কিতাবে নেই, তাহলে আল্লাহর রাসূল (ﷺ) এর সুন্নতের দিকে দৃষ্টি দেবে, অতঃপর সে অনুযায়ী ফায়সালা করবে । আর যদি তুমি এমন বিষয়ের সম্মুখীন হও যা আল্লাহর কিতাবে নেই এবং সে বিষয়ে আল্লাহর রাসূল (ﷺ) এর কোনো সুন্নত ও বিদ্যমান নেই, তাহলে লক্ষ্য করো মানুষেরা কিসের উপর ঐকমত্যে পৌছেছে, অতঃপর তা গ্রহণ করো। আর যদি তুমি এমন বিষয়ের সম্মুখীন হও যা আল্লাহর কিতাবে নেই, সে বিষয়ে আল্লাহর রাসূল (ﷺ) এর কোনো সুন্নতও বিদ্যমান নেই এবং ইতিপূর্বে কেউ সে বিষয়ে কথা বলে নি, তবে তুমি দুটি বিষয়ের একটি গ্রহণ করতে পার; হয়ত তুমি নিজে ইজতিহাদ করে সামনে অগ্রসর হবে, অথবা অপেক্ষা করবে বা বিরত থাকবে । আমি মনে করি, তোমার জন্য অপেক্ষা করা বা বিরত থাকাই কল্যাণকর ।
عن شريح أن عمر بن الخطاب كتب إليه: إن جاءك شيء في كتاب الله فاقض به ولا تلفتك عنه الرجال فإن جاءك ما ليس في كتاب الله فانظر سنة رسول الله صلى الله عليه وسلم فاقض بها فإن جاءك ما ليس في كتاب الله ولم يكن فيه سنة من رسول الله صلى الله عليه وسلم فانظر ما اجتمع عليه الناس فخذ به فإن جاءك ما ليس في كتاب الله ولم يكن في سنة رسول الله صلى الله عليه وسلم ولم يتكلم فيه أحد قبلك فاختر أي الأمرين شئت: إن شئت أن تجتهد برأيك ثم تقدم فتقدم وإن شئت أن تتأخر فتأخر ولا أرى التأخر إلا خيرا لك
