ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ১৬
ইসলামের মূল উৎসসমূহের ক্রম ও পরম্পরা
(১৬) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তোমরা আল্লাহর কিতাবে তা সন্ধান করবে । যদি আল্লাহর কিতাবে তা না পাও তাহলে রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নতে তা সন্ধান করবে। যদি রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নতেও তা না পাও তাহলে মুসলিমগণের ঐকমত্য বা ইজমার উপর নির্ভর করবে। যদি মুসলিমগণের ইজমা বা ঐকমত্যের মধ্যেও তা না থাকে তাহলে তুমি তোমার জ্ঞান ও প্রজ্ঞার আলোকে সঠিক সিদ্ধান্ত প্রদানের যথাসাধ্য চেষ্টা বা ইজতিহাদ করবে।
عن ابن مسعود رضي الله عنه قال: فإذا سئلتم عن شيء فانظروا في كتاب الله فإن لم تجدوه في كتاب الله ففي سنة رسول الله فإن لم تجدوه في سنة رسول الله فما أجمع عليه المسلمون فإن لم يكن فيما أجمع عليه المسلمون فاجتهد رأيك
