ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ১৫
ইজতিহাদ ও কিয়াসের প্রামাণ্যতা
(১৫) অনেক সাহাবি রা. থেকে বর্ণিত আছে যে, তারা সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে ইজতিহাদ করেছেন। (বাইহাকি। তিনি বলেন, ইজতিহাদই কিয়াস)। (অর্থাৎ যে বিষয়ে কুরআন বা হাদীসে কোনো বিধান নেই, সে বিষয়ে কুরআন-হাদীসে উল্লিখিত বিধানাবলির আলোকে সঠিক সিদ্ধান্ত প্রদানের প্রক্রিয়াই কিয়াস এবং এই কিয়াস প্রয়োগকেই ইজতিহাদ বলে) ।
عن جماعة من الصحابة رضي الله عنهم: أنهم اجتهدوا..... الإجتهاد هو القياس
