মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২৬. পবিত্র কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৫০৫
পবিত্র কুরআনের তাফসীর
হাদীস নং-৫০৫

হযরত উম্মে হানী (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করলাম, এটা কি ধরনের মন্দ কথা ছিল যা (কওমে লূত) তারা তাদের সভায় করে থাকত। তিনি বললেন: তারা মানুষের উপর ফলের বীচি ও পাথর নিক্ষেপ করতো এবং পথিকদের সাথে ঠাট্টা করতো।
عَنْ سِمَاكٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا كَانَ الْمُنْكَرُ الَّذِي كَانُوا يَأْتُونَ فِي نَادِيهِمْ؟ قَالَ: «كَانَ يَخْذِفُونَ بِالنَّوَاةِ أَوِ الْحَصَاةِ، وَيَسْخَرُونَ مِنْ أَهْلِ الطَّرِيقِ»

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ তা'আলার বাণী: وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنْكَرَ -এর মধ্যে এর তাফসীর সম্পর্কে হযরত উম্মে হানী (রা) আঁ হযরত (সা)-এর নিকট জিজ্ঞাসা করেন। কাসিম ইব্ন মুহাম্মদ (র) বলেন, তারা মজলিসে বাতকর্ম করত। হযরত মুজাহিদ (র) বলেন, তারা মজলিসে পরস্পর যৌন সম্ভোগ করতো। হযরত আবদুল্লাহ ইব্ন সালাম (রা) থেকে বর্ণিত আছে, তারা পরস্পর থুথু নিক্ষেপ করতো। মোটকথা তাদের মজলিস এ ধরনের অর্থহীন কাজকর্ম ও অশ্লীল কথাবার্তার কেন্দ্র হিসেবে পরিণত হতো এবং যখন তারা পরস্পর মিলে বসতো, তখন মানবীয় বোধশক্তি হারিয়ে ফেলতো এবং নরপশুতে পরিণত হতো।
tahqiqতাহকীক:তাহকীক চলমান