মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৫৯
বিনয় ও সচ্চরিত্র
হাদীস নং- ৪৫৯

হযরত বুরায়দা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ওযর পেশকারী কোন মুসলমানের ওযর গ্রহণ করে না, তার পাপ সাহেবে মাকসের (صاحب مكس) পাপের সমান হবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল! صاحب مكس কে? তিনি বলেন: عشار অর্থাৎ ঐ ব্যক্তি যে অত্যন্ত কঠোরতার সাথে ও নির্যাতন দ্বারা উশর আদায় করে।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ لَمْ يَقْبَلْ عُذْرَ مُسْلِمٍ يَعْتَذِرُ إِلَيْهِ، فَوِزْرُهُ كَوِزْرِ صَاحِبِ مَكْسٍ، فَقِيلَ: قَالُوا: يَا رَسُولُ، وَمَا صَاحِبُ مَكْسٍ؟ قَالَ: عَشَّارٌ "

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা এটা প্রকাশ হয়েছে যে, যদি কোন ব্যাপারে কোন মুসলমান স্ব অক্ষমতার ওযর পেশ করে, তা হলে তার ওযর গ্রহণ করা উচিত। ওযর গ্রহণ না করা এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করা আল্লাহপাকের নিকটে মারাত্মক পাপ। এমনকি তার পাপ যুলুম ও অত্যাচার করে উশর আদায়কারীর পাপের সমান বলে স্থির করা হয়েছে। তারা অত্যন্ত পাপী ও অন্যায়কারী। কেননা তারা রাষ্ট্রের সহায়তায় দরিদ্র প্রজাদের উপর সীমাহীন যুলুম করে থাকে। তাদের থেকে মুখ গ্রহণ করে এবং নানাভাবে তাদেরকে হয়রানী করে থাকে। এটা অত্যন্ত বড় যুলুম। এরূপ যালিমদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৫৯ | মুসলিম বাংলা