মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬০
আদাব - শিষ্টাচার অধ্যায়
বিনয় ও সচ্চরিত্র
হাদীস নং- ৪৬০

হযরত ইব্ন উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তির নিকট তার কোন মুসলমান ভাই (কোন কথা ও কাজের কষ্টের কারণে) ওযর পেশ করে কিন্তু সে ওযর গ্রহণ না করে, তা হলে তার পাপ صاحب مكس অর্থাৎ অত্যাচারের মাধ্যমে উপর আদায়কারীর পাপের সমান হবে।
كتاب الآداب
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنِ اعْتَذَرَ إِلَيْهِ أَخُوهُ الْمُسْلِمُ، فَلَمْ يَقْبَلْ عُذْرَهُ، فَوِزْرُهُ كَوِزْرِ صَاحِبِ مَكْسٍ يَعْنِي: عَشَّارًا "

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের বিষয়বস্তু পূর্ববর্তী হাদীসের সাথে মিল রয়েছে। তাই উপরোক্ত হাদীসের ব্যাখ্যা দেখা যেতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান