মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা

হাদীস নং: ৪৩১
ছবির বর্ণনা
হাদীস নং- ৪৩১

আসিম ইব্ন হামযা (রাহঃ) থেকে বর্ণিত, হযরত আলী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরের দরজায় এমন একটি পর্দা লটকালেন যার মধ্যে ছবি রয়েছে। ফলে হযরত জিবরাঈল (আ) আগমণে বিলম্ব করলেন। অতঃপর হযরত জিবরাঈল (আ) আগমণ করেন। আঁ হযরত (ﷺ) জিজ্ঞাসা করলেন, তুমি আমার নিকট আসতে কেন বিলম্ব করলে? হযরত জিবরাঈল (আ) বললেন, ফিরিশতা ঐ ঘরে প্রবেশ করে না সেখানে কুকুর অথবা ছবি রয়েছে। সুতরাং আপনি পর্দা খুলে তা বিছিয়ে নিন এবং এটা লটকাবেন না, ছবিগুলোর মাথা কেটে দিন এবং কুকুরের এ সিঁড়িটি বের করে দিন।
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ، أَنَّهُ كَانَ عَلَّقَ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتْرًا فِيهِ تَمَاثِيلُ، فَأَبْطَأَ جِبْرَائِيلُ عَلَيْهِ، ثُمَّ أَتَاهُ فَقَالَ لَهُ: " مَا أَبْطَأَكَ عَنِّي؟ قَالَ: إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا تَمَاثِيلَ، فَابْسُطِ السِّتْرَ وَلَا تُعَلِّقْهُ، وَاقْطَعْ رُءُوسَ التَّمَاثِيلِ، وَأَخْرِجْ هَذَا الْجَرْوَ "

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে ছবির মাসয়ালা প্রসঙ্গে বলা হয়েছে। এরদ্বারা প্রতীয়মান হয় যে, রহমতের ফিরিশতা ঐ ঘরে প্রবেশ করেন না, যে ঘরে ছবি অথবা কুকুর থাকে। ছবির অনিষ্টতা সবাই অবগত। বর্তমান যুগে ইসলামী সমাজকে ধ্বংসকারী সবচেয়ে বড় বস্তু হলো ছবি। যা কতো বংশ ও গোষ্ঠীর চারিত্রিক অবস্থা ও ধ্বংস করে দিয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৩১ | মুসলিম বাংলা