মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা

হাদীস নং: ৪৩২
মেহেদী দ্বারা চুল খেযাব করা
হাদীস নং- ৪৩২

হযরত ইব্ন উমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন তোমরা মেহেদী দ্বারা স্বীয় চুল রং্গিন কর এবং আহলে কিভাবের বিরধিতা কর।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اخْضِبُوا شَعْرَكُمْ بِالْحِنَّاءِ، وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ»

হাদীসের ব্যাখ্যা:

আহলে কিতাব খেযাব ব্যবহার করে না। তাই তাদের বিরোধিতা করার জন্য খেযাব ব্যবহারের নির্দেশ দেয়া হয়, তাদের বিরোধিতা করা মুস্তাহাব। এছাড়া অন্য হানীসে মেহেদীর প্রশংসা করা হয়েছে। কিন্তু এরূপ বলা হয়েছে যে, এটা সুগন্ধিযুক্ত, আবার কোথাও বলা হয়েছে যে, মেহেদী তোমানের সৌন্দর্য বৃদ্ধি করে। মোট কথা খেযাব (মেহেদী) লাগান জায়েয যাতে চুল লাল হয়ে যায় অথবা লাল চুল কাল হয়। অবশ্য সম্পূর্ণ কাল করা জায়েয নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান