মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা

হাদীস নং: ৪৩৩
কাতান (নীল) দ্বারা খেযাব লাগানো
হাদীস নং- ৪৩৩

অনুবাদ: হযরত আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেনঃ তোমরা যে সমস্ত উত্তম বস্তু দ্বারা বার্ধক্যকে পরিবর্তন কর, তা হলো মেহেদী ও নীল।
অপর এক রিওয়ায়েতে আছে, যে সমস্ত উত্তম বস্তু দ্বারা চুলের রং পরিবর্তন কর, তা হলো মেহেদী ও নীল।
অন্য এক রিওয়ায়েতে আছে, যে সমস্ত উত্তম বস্তু দ্বারা তোমরা বার্ধক্যকে পরিবর্তন কর, তা হলো মেহেদী ও কাতাম (নীল)।
عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ الْكِنْدِيِّ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ» ، وَفِي رِوَايَةٍ: «أَحْسَنُ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّعْرَ الْحِنَّاءُ وَالْكَتَمُ» .
وَفِي رِوَايَةٍ: «مِنْ أَحْسَنِ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস মেহেদী ও নীলের খেযাবের বৈধতা সম্পর্কে বর্ণিত হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৩৩ | মুসলিম বাংলা