মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা

হাদীস নং: ৪২৯
কাপড় ঝুলানোর বিবরণ
হাদীস নং- ৪২৯

হযরত আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) এমন এক ব্যক্তির নিকট দিয়ে গমন করছিলেন, যে কাপড় ঝুলিয়েছিল। তখন তিনি কাপড় তার কাঁধের উপর উল্টিয়ে দিলেন।
অন্য এক রিওয়ায়েতে আছে, আদী ইব্ন আকমার থেকে এ হাদীস মুনকাতি, (منقطع)
عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِرَجُلٍ سَادِلٍ ثَوْبَهُ، فَعَطَفَهُ عَلَيْهِ» ، وَفِي رِوَايَةٍ: عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْقَطِعًا

হাদীসের ব্যাখ্যা:

ভাঁজ করা ব্যতীত কাপড় ঝুলানো এবং ছড়িয়ে রাখা নিষেধ। তাই হুযূর (সা) লোকটির কাঁধের উপর কাপড় রেখে তা ভাঁজ করে দেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪২৯ | মুসলিম বাংলা