মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা
হাদীস নং: ৪২৮
রাসূলুল্লাহ (ﷺ)-এর টুপীর বর্ণনা
হাদীস নং- ৪২৮
হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর টুপী অপর এক রিওয়ায়েতে হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)-এর টুপী ছিল, সাদা রংের শাম দেশীয়।
হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর টুপী অপর এক রিওয়ায়েতে হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)-এর টুপী ছিল, সাদা রংের শাম দেশীয়।
عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَلَنْسُوَةٌ شَامِيَّةٌ» ، وَفِي رِوَايَةٍ: عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَلَنْسُوَةٌ بَيْضَاءُ شَامِيَّةٌ»
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন রিওয়ায়েতে আছে হুযূর (সা)-এর টুপী সাদা ছিল। কোন রিওয়ায়েতে আছে, তিনি পাগড়ী ছাড়াও টুপী পরতেন, আবার পাগড়ীর সাথেও পরতেন এবং টুপী ছাড়াও পাগড়ী পরতেন। যুদ্ধের সময় তিনি কানওয়ালা টুপী পরতেন।
