মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
হাদীস নং: ৪১৯
স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পান করা নিষিদ্ধ
হাদীস নং- ৪১৯
হযরত আব্দুর রহমান ইবন আবী লায়লা (রাহঃ) বলেন, আমি হযরত হুযায়ফা (রাযিঃ)-এর সাথে মাদায়েনে সফর করছিলাম। তিনি এক গ্রামবাসীর নিকট পানি চাইলে সে রৌপ্যের পেয়ালায় পানি দেয়। তিনি তা ছুঁড়ে ফেলে দেন এবং বলেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণ-রৌপ্যের পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন এবং বলেছেন: এটা তাদের (মুশরিকদের) জন্য দুনিয়াতে এবং তোমাদের জন্য আখিরাতে।
হযরত আব্দুর রহমান ইবন আবী লায়লা (রাহঃ) বলেন, আমি হযরত হুযায়ফা (রাযিঃ)-এর সাথে মাদায়েনে সফর করছিলাম। তিনি এক গ্রামবাসীর নিকট পানি চাইলে সে রৌপ্যের পেয়ালায় পানি দেয়। তিনি তা ছুঁড়ে ফেলে দেন এবং বলেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণ-রৌপ্যের পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন এবং বলেছেন: এটা তাদের (মুশরিকদের) জন্য দুনিয়াতে এবং তোমাদের জন্য আখিরাতে।
عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ: كُنَّا مَعَ حُذَيْفَةَ بِالْمَدَائِنِ، فَاسْتَسْقَى دِهْقَانًا، فَأَتَاهُ بِهِ فِي جَامٍ فِضَّةٍ، فَرَمَى بِهِ، ثُمَّ قَالَ: " إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهِ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَقَالَ: هِيَ لَهُمْ فِي الدُّنْيَا وَلَكُمْ فِي الْآخِرَةِ "
হাদীসের ব্যাখ্যা:
পূর্বে এটা আলোচনা করা হয়েছে।
