মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪১৮
স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পান করা নিষিদ্ধ
হাদীস নং- ৪১৮

হযরত আব্দুর রহমান ইবন আবী লায়লা (রাহঃ) থেকে বর্ণিত, হযরত হুযায়ফা (রাযিঃ) এক গ্রামবাসীর নিকট পানি চান। তখন সে রৌপ্যের পেয়ালায় পানি নিয়ে আসে। তিনি পেয়ালা তার মুখের উপর নিক্ষেপ করেন এবং বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে রৌপ্যের পেয়ালায় পানি পান করতে নিষেধ করেছেন।
حَمَّادٌ: عَنْ أَبِيْهِ، عَنْ أَبِيْ فَرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِيْ لَيْلَى، قَالَ: اسْتَسْقَى حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ مِنْ دِهْقَانَ، فَأَتَى فِيْ إِنَاءٍ فِضَّةٍ، فَأَخَذَ الْإِنَاءَ، فَضَرَبَ بِهِ وَجْهَهُ، وَقَالَ: إِنَّ رَسَولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَشْرَبَ فِيْ آنِيَةِ الْفِضَّةِ.

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে পূর্ববর্তী ঘটনার দিকে ইঙ্গিত রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান