মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
হাদীস নং: ৪২০
স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পান করা নিষিদ্ধ
হাদীস নং- ৪২০
হযরত ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) কদুর খোলস এবং সবুজ রং এর কলস থেকে নিষেধ করেছেন।
হযরত ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) কদুর খোলস এবং সবুজ রং এর কলস থেকে নিষেধ করেছেন।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ»
হাদীসের ব্যাখ্যা:
دباء কদু বা লাউয়ের শুকনা খোলস দ্বারা তৈরি পাত্রকে বলা হয়। حنتم সবুজ রং এর কলস। এ সমস্ত পাত্র মদ ও শরাব তৈরির কাজে ব্যবহার করা হতো। মদ হারাম হওয়ার সাথে সাথে হুযুর (সা) এ সমস্ত পাত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন, যাতে নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ দূরীভূত হয়ে যায়।
