মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৭৫
হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা.)-এর ফযীলত
হাদীস নং-৩৭৫

হযরত আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নিজের সম্পর্কে বলেন, আমি যখন থেকে ইসলাম গ্রহণ করেছি, তখন থেকে একটি ব্যতীত কোন মিথ্যা কথা বলিনি। আমি নবী করীম (ﷺ)-এর উটের উপর হাওদা বাঁধছিলাম। এ সময় তায়েফ থেকে হাওদা বাঁধাইকারী আগমণ করে এবং আমার নিকট জিজ্ঞাসা করে যে, রাসূলুল্লাহ (ﷺ) কোন হাওদা অধিক পসন্দ করেন ? আমি বললাম, তায়েফ ও মক্কার অর্থাৎ সেখানে যেভাবে বাঁধা হয়। অথচ তিনি তা অপসন্দ করতেন। অতঃপর উটের উপর হাওদা বেঁধে যখন খেদমতে হাযির করা হয়, তখন তিনি জিজ্ঞাসা করেন। এ হাওদা কে বেঁধেছে। সবাই বলল, আপনার জন্য হাওদা বাঁধাইকারী (যিনি তায়েফ থেকে এসেছেন)। তিনি তখন বললেন : ইব্ন উম্মে আব্দকে বলো, সে যেন আমার জন্য হাওদা বাঁধে [হযরত আব্দুল্লাহর (রাযিঃ) বলেনঃএরপর আমি দ্বিতীয়বার হাওদা বাঁধি।
অন্য এক রিওয়ায়েতে আছে, হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) বলেন, তায়েফ থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে আগমণ করে। ঐ তায়েফবাসী আমার নিকট জিজ্ঞাসা করে যে, নবী করীম (ﷺ)-কোন ধরনের হাওদা পসন্দ করেন? আমি বললাম, তায়েফ অথবা মক্কার (অর্থাৎ সেখানে যেভাবে বাধা হয়)। অতঃপর যখন হুযুর (ﷺ) বাইরে আগমণ করেন, তখন জিজ্ঞাসা করেন এ হাওদা কে বেঁধেছে। বলা হলো, এক তায়েফবাসী। তিনি বললেন : এটা আমাদের প্রয়োজন নেই।
عَنْ مَعْنٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " مَا كَذَبْتُ مُنْذُ أَسْلَمْتُ إِلَّا كَذِبَةً وَاحِدَةً، كُنْتُ أَرْحَلُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى رَحَّالٌ مِنَ الطَّائِفِ، فَسَأَلَنِي: أَيُّ الرَّاحِلَةِ أَحَبُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: الطَّائِفِيَّةُ الْمَكِّيَّةُ، وَكَانَ يَكْرَهُهَا رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَتَى بِهَا قَالَ: مَنْ رَحَلَ لَنَا هَذِهِ؟ قَالُوا: رَحَّالُكَ، قَالَ: مُرُوا ابْنَ أَمِّ عَبْدٍ، فَلْيُرَحِّلْ لَنَا، فَأُعِيدَتْ إِلَيَّ الرَّاحِلَةُ "، وَفِي رِوَايَةٍ، قَالَ عَبْدُ اللَّهِ: " إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيءَ بِرَجُلٍ مِنْ أَهْلِ الطَّائِفِ، قَالَ: فَجَاءَنِي الطَّائِفِيُّ، فَقَالَ: أَيُّ الرَّاحِلَةِ أَحَبُّ إِلَيْهِ؟ قُلْتُ الطَّائِفِيَّةُ الْمَكِّيَّةُ، فَخَرَجَ، فَقَالَ: مَنْ صَاحِبُ هَذِهِ الرَّاحِلَةِ؟ قِيلَ: الطَّائِفِيُّ، قَالَ: لَا حَاجَةَ لَنَا بِهَا "

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের দ্বারা ও হযরত ইব্ন মাসউদ (রা)-এর উঁচু মর্যাদা প্রকাশ পেয়েছে। মোটকথা তাঁর মর্যাদা সম্পর্কিত অনেক হাদীস রয়েছে। তিরমিযী হযরত আলী (রা) থেকে বর্ণনা করেন, আঁ হযরত (সা) বলেছেনঃ যদি আমি কোন পরামর্শ ছাড়া কাউকে আমীর নিয়োগ করতাম, তা হলে আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা)-কে আমীর নিয়োগ করতাম।