মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৭৪
হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা.)-এর ফযীলত
হাদীস নং-৩৭৪

হযরত আওন তাঁর পিতা থেকে বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) আঁ হযরত (ﷺ)-এর মাদুর বা চাটাই বহন করতেন।
অন্য এক রিওয়ায়েতে আছে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর লাঠি বহন করতেন এক রিওয়ায়েতে আছে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর চাদর সংরক্ষণ করতেন। অপর এক রিওয়ায়েতে আছে, হযরত ইব্‌ন মাসউদ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর সওয়ারীর হিফাযতের দায়িত্ব পালন করতেন।
অন্য এক রিওয়ায়েতে আছে, (সফরে) রাসূলুল্লাহ (ﷺ)-এর মিসওয়াক, উযূর পাত্র বা লোটা এবং জুতা তাঁর দায়িত্বে থাকতো।
عَنْ عَوْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ: «أَنَّهُ كَانَ صَاحِبَ خَصْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، وَفِي رِوَايَةٍ: «صَاحِبَ عَصَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» .
وَفِي رِوَايَةٍ: «كَانَ صَاحِبَ رِدَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» .
وَفِي رِوَايَةٍ: «كَانَ صَاحِبَ الرَّاحِلَةِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» .
وَفِي رِوَايَةٍ: «كَانَ صَاحِبَ سِوَاكِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَاحِبَ الْمَيْضَأَةِ، وَصَاحِبَ النَّعْلَيْنِ»

হাদীসের ব্যাখ্যা:

এ সমস্ত খেদমতের কারণে যে বুযর্গী ছিল, এ ছাড়া তাঁর উপর আঁ হযরত (সা)-এর আন্তরিক দু'আও ছিল।