মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৭৬
হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা.)-এর ফযীলত
হাদীস নং- ৩৭৬

মাসরূক থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) বলেন, আমি ইসলাম গ্রহণের পর থেকে কখনো মিথ্যা কথা বলিনি। তবে একবার বলেছি। (ঘটনা হলো এই যে,) আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর উটের হাওদা বাঁধছিলাম। এ সময় তায়েফ থেকে একজন হাওদা তৈয়ারকারী আগমণ করে এবং আমাকে জিজ্ঞাসা করে, কোন ধরনের হাওদা রাসূলুল্লাহ (ﷺ) পসন্দ করেন ? আমি (ইব্ন মাসউদ) বললাম, তায়েফ ও মক্কার (অর্থাৎ তায়েফ ও মক্কাবাসীগণ যেভাবে তৈরী করে), অথচ তিনি তা অপসন্দ করতেন। অতঃপর হাওদা তৈরী করে যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে উপস্থিত করা হয়, তখন তিনি জিজ্ঞাসা করেন। এ হাওদা কে বেঁধেছে। তখন কেউ বললেন, তায়েফ থেকে আগমণকারী এক ব্যক্তি হাওদা বেঁধেছে। তিনি বললেন : হাওদা বাঁধার জন্য উটটি ইব্ন মাসউদের নিকট নিয়ে যাও (যাতে সে হাওদা বাঁধে)।
عَنِ الْهَيْثَمِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: مَا كَذَبْتُ مُنْذُ أَسْلَمْتُ إِلَّا وَاحِدَةً: كُنْتُ أَرْحَلُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى رَحَّالٌ مِنَ الطَّائِفِ، فَقَالَ: أَيُّ الرَّاحِلَةِ أَحَبُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: الطَّائِفِيَّةُ الْمَكِّيَّةُ، قَالَ ابْنُ مَسْعُودٍ: وَكَانَ يَكْرَهُهَا، فَلَمَّا رَحَلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بِهَا، قَالَ: " مَنْ رَحَلَ لَنَا هَذِهِ الرَّاحِلَةَ؟ قَالَ: رَحَّالُكَ الَّذِي أَتَيْتَ بِهِ مِنَ الطَّائِفِ، فَقَالَ: رُدُّوا الرِّحَالَةَ لِابْنِ مَسْعُودٍ "

হাদীসের ব্যাখ্যা:

এ সমস্ত হাদীস হযরত ইব্ন মাসউদ (রা)-এর গুণাবলী ও মর্যাদার কথা প্রমাণ করে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৭৬ | মুসলিম বাংলা