মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা
হাদীস নং: ৩৭৬
হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা.)-এর ফযীলত
হাদীস নং- ৩৭৬
মাসরূক থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) বলেন, আমি ইসলাম গ্রহণের পর থেকে কখনো মিথ্যা কথা বলিনি। তবে একবার বলেছি। (ঘটনা হলো এই যে,) আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর উটের হাওদা বাঁধছিলাম। এ সময় তায়েফ থেকে একজন হাওদা তৈয়ারকারী আগমণ করে এবং আমাকে জিজ্ঞাসা করে, কোন ধরনের হাওদা রাসূলুল্লাহ (ﷺ) পসন্দ করেন ? আমি (ইব্ন মাসউদ) বললাম, তায়েফ ও মক্কার (অর্থাৎ তায়েফ ও মক্কাবাসীগণ যেভাবে তৈরী করে), অথচ তিনি তা অপসন্দ করতেন। অতঃপর হাওদা তৈরী করে যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে উপস্থিত করা হয়, তখন তিনি জিজ্ঞাসা করেন। এ হাওদা কে বেঁধেছে। তখন কেউ বললেন, তায়েফ থেকে আগমণকারী এক ব্যক্তি হাওদা বেঁধেছে। তিনি বললেন : হাওদা বাঁধার জন্য উটটি ইব্ন মাসউদের নিকট নিয়ে যাও (যাতে সে হাওদা বাঁধে)।
মাসরূক থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) বলেন, আমি ইসলাম গ্রহণের পর থেকে কখনো মিথ্যা কথা বলিনি। তবে একবার বলেছি। (ঘটনা হলো এই যে,) আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর উটের হাওদা বাঁধছিলাম। এ সময় তায়েফ থেকে একজন হাওদা তৈয়ারকারী আগমণ করে এবং আমাকে জিজ্ঞাসা করে, কোন ধরনের হাওদা রাসূলুল্লাহ (ﷺ) পসন্দ করেন ? আমি (ইব্ন মাসউদ) বললাম, তায়েফ ও মক্কার (অর্থাৎ তায়েফ ও মক্কাবাসীগণ যেভাবে তৈরী করে), অথচ তিনি তা অপসন্দ করতেন। অতঃপর হাওদা তৈরী করে যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে উপস্থিত করা হয়, তখন তিনি জিজ্ঞাসা করেন। এ হাওদা কে বেঁধেছে। তখন কেউ বললেন, তায়েফ থেকে আগমণকারী এক ব্যক্তি হাওদা বেঁধেছে। তিনি বললেন : হাওদা বাঁধার জন্য উটটি ইব্ন মাসউদের নিকট নিয়ে যাও (যাতে সে হাওদা বাঁধে)।
عَنِ الْهَيْثَمِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: مَا كَذَبْتُ مُنْذُ أَسْلَمْتُ إِلَّا وَاحِدَةً: كُنْتُ أَرْحَلُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى رَحَّالٌ مِنَ الطَّائِفِ، فَقَالَ: أَيُّ الرَّاحِلَةِ أَحَبُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: الطَّائِفِيَّةُ الْمَكِّيَّةُ، قَالَ ابْنُ مَسْعُودٍ: وَكَانَ يَكْرَهُهَا، فَلَمَّا رَحَلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بِهَا، قَالَ: " مَنْ رَحَلَ لَنَا هَذِهِ الرَّاحِلَةَ؟ قَالَ: رَحَّالُكَ الَّذِي أَتَيْتَ بِهِ مِنَ الطَّائِفِ، فَقَالَ: رُدُّوا الرِّحَالَةَ لِابْنِ مَسْعُودٍ "
হাদীসের ব্যাখ্যা:
এ সমস্ত হাদীস হযরত ইব্ন মাসউদ (রা)-এর গুণাবলী ও মর্যাদার কথা প্রমাণ করে।
