মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান
হাদীস নং: ৩৫১
শুফআর বর্ণনা
হাদীস নং- ৩৫১
হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: যখন তোমাদের মধ্যে কেউ তাদের লাকড়ী নিজের অথবা প্রতিবেশীর দেয়ালে রাখার ইচ্ছা করে, তখন এতে প্রতিবেশীকে বাধা দেয়া উচিৎ নয়।
হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: যখন তোমাদের মধ্যে কেউ তাদের লাকড়ী নিজের অথবা প্রতিবেশীর দেয়ালে রাখার ইচ্ছা করে, তখন এতে প্রতিবেশীকে বাধা দেয়া উচিৎ নয়।
عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَضَعَ خَشَبَةً فِي حَائِطِهِ فَلَا يَمْنَعُهُ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে বর্ণিত বিষয়ে আঁ হযরত (সা)-এর এ নির্দেশ ওয়াজিব অথবা নফল, এটা নিয়ে উলামার মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম আবূ হানীফা ও ইমাম শাফিঈ (র) নফল হওয়ার পক্ষে মত পেশ করেছেন। ইমাম মালিক (র) থেকে দুটি বর্ণনা রয়েছে। প্রথম হলো ওয়াজিব এবং দ্বিতীয় মত হলো নফল।
