মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান
হাদীস নং: ৩৫২
ক্রয়-বিক্রয়ের বিধান
বর্গাচাষের বর্ণনা
হাদীস নং- ৩৫২
হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মুখাবারা থেকে নিষেধ করেছেন।
হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মুখাবারা থেকে নিষেধ করেছেন।
كتاب البيوع
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُخَابَرَةِ»
হাদীসের ব্যাখ্যা:
مزارعه এবং مخابره দুটি শব্দ প্রায় সমার্থক। জামি ভাড়া দেয়ার দুটি পদ্ধতি রয়েছে। مزارعه হলো উৎপন্ন শস্যের কিছু অংশের পরিবর্তে, যেমন এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশের পরিবর্তে জমি ভাড়া দেয়া এবং বীজ হবে জমির মালিকের। مخابره এর পদ্ধতিও একই, তবে এতে বীজ দিতে হবে ভাড়াটিয়ার। হাদীসের আলোকে ভাড়ার এ দুটি পদ্ধতি ইমাম আবূ হানীফা (র) ও ইমাম শাফিঈ (র)-এর মতে অবৈধ।