মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩৪৯
শুফআর বর্ণনা
হাদীস নং- ৩৪৯

হযরত সুলায়মান (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিবেশী তার শুফআর ব্যাপারে বেশী অধিকার রাখে।
أَبُو مُحَمَّدٍ، قَالَ: كَتَبَ إِلَيَّ ابْنُ سَعِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَارُ أَحَقُّ بِشُفْعَتِهِ»

হাদীসের ব্যাখ্যা:

পরবর্তী হাদীসে বিস্তারিতভাবে শুফ‘আর (شفعة) ব্যাখ্যা করা হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৪৯ | মুসলিম বাংলা