মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২৭১
মুতআ বিবাহ হারাম
হাদীস নং- ২৭১

হযরত আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) খায়বর যুদ্ধের দিন মুত'আ (বিবাহ) নিষেধ করে দিয়েছেন।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ عَنِ الْمُتْعَةِ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আলী (রা) থেকে বর্ণিত হাদীসেও এরূপ (নিষেধাজ্ঞার কথা উল্লেখ রয়েছে। আবূ দাউদ শরীফ ব্যতীত বাকী পাঁচটি সহীহ কিতাবে বর্ণিত আছে যে, এতে (মুত'আর
নিষেধাজ্ঞার সাথে) গাধার গোশত খাওয়ার নিষেধাজ্ঞাও রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৭১ | মুসলিম বাংলা