মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৮. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ২৭২
বিবাহ-শাদীর অধ্যায়
মুতআ বিবাহ হারাম
হাদীস নং- ২৭২
হযরত ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) নারীদের সাথে মুতাআ বিবাহ করতে নিষেধ করেছেন।
হযরত ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) নারীদের সাথে মুতাআ বিবাহ করতে নিষেধ করেছেন।
كتاب النكاح
عَنْ مُحَارِبٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ»
হাদীসের ব্যাখ্যা:
মুত'আ কখন হালাল হয়েছে এবং কখন হারাম হয়েছে এ ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েত বর্ণিত আছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হবে।