মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২৭০
মুতআ বিবাহ হারাম
হাদীস নং- ২৭০

হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) মু'আ (বিবাহ) থেকে নিষেধ
করেছেন।
عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُتْعَةِ»

হাদীসের ব্যাখ্যা:

মুত'আর (متعة) অর্থ হলো নির্দিষ্ট সময়ের জন্য কিছু অর্থের বিনিময়ে কোন মহিলাকে বিবাহ করা। এ জন্য একে মুক্ত আ বলা হয় যে, এতে শুধু উপভোগ ও সময়মত ফায়দা হাসিল করাই উদ্দেশ্য হয়ে থাকে। কিন্তু বিবাহের জন্য উদ্দেশ্য, যেমন বংশ বিস্তার ও পারিবারিক ব্যবস্থাপনা ইত্যাদি উদ্দেশ্য থাকে না- যা প্রচলিত বৈধ বিবাহে হয়ে থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান