মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২৬৯
কোন মহিলাকে তার ফুফু বা খালার সাথে এক সাথে বিবাহ করা নিষেধ
হাদীস নং- ২৬৯

হযরত জাবির ইবন আব্দুল্লাহ ও হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন। কোন মহিলাকে তার ফুফু ও খালার সাথে একত্রে বিবাহ করো না এবং অধিক বয়স্কার সাথে অল্প বয়স্কা ও অল্প বয়স্কার সাথে অধিক বয়স্কাকে বিবাহ করো না।
عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُنْكَحُ الْمُرْأَةُ عَلَى عَمَّتِهَا، وَلَا عَلَى خَالَتِهَا، وَلَا تُنْكَحُ الْكُبْرَى عَلَى الصُّغْرَى»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস সাহাবা, তাবেঈন এবং তাবে-তাবেঈনের মাধ্যমে প্রচারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উঁচু মর্যাদাসম্পন্ন (جليل القدر) সাহাবা থেকে বিশুদ্ধ সূত্রে এ হাদীস বর্ণিত হয়েছে। সুতরাং এরদ্বারা কিতাবুল্লাহ তথা কুরআন মজীদের উপর পরিবর্ধন করা জায়েয। যেমন : وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ (তোমাদের জন্য হালাল করা হয়েছে এগুলোর ব্যতিক্রম যা কিছু আছে)। (৪:২৪) এর সার্বজনীনতার মধ্যে এ হাদীস দ্বারা সীমা নির্দিষ্ট করে দেয়া যায়। সর্বোপরি উপরোক্ত আয়াতের সার্বজনীনতা মুশরিক, মজুসী বা অগ্নি উপাসক ও অন্যান্য থেকে নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু এটা হলো ظنى বা ধারণা ও অনুমাননির্ভর হাদীস। সুতরাং এ হাদীস যদি خبر واحد হতো, তবুও এরদ্বারা নির্দিষ্ট করা যেত। তবে এ হাদীস হলো مشهور বা অধিক শক্তিশালী।